Kabe Ha’be Bolo (in Bengali)
কবে হ’ বে বোলো সে-দিন অমার্
(আমার্) অপরাধ ঘুচি’, শুদ্ধ নামে রুচি,
কৃপা-বালে হ’ বে হৃদোযে সংচার্
তৃণাধিক হীন, কবে নিজে মানি’,
সহিষ্ণুতা-গুণ হৃদযেতে আনি’
সকলে মানদ, আপনি অমানী,
হো’ যে আস্বাদিবো নাম-রস-সার্
ধন জন আর, কোবিতা-সুংদরী,
বোলিবো না চাহি দেহো-সুখ-করী
জন্মে জন্মে দাও, ওহে গৌরহরি
অহৈতুকী ভক্তি চরণে তোমার্
(কবে) কোরিতে শ্রী-কৃষ্ণ-নাম উচ্চারণ
পুলকিত দেহো গদ্গদ বচন
বৈবর্ণ্য-বেপথু হ’ বে সংঘটন,
নিরংতর নেত্রে ব’বে অশ্রু-ধার্
কবে নবদ্বীপে, সুরধুনী-তটে,
গৌর-নিত্যানংদ বোলি’ নিষ্কপটে
নাচিযা গাইযা, বেডাইবো ছুটে,
বাতুলের প্রায ছাডিযা বিচার্
কবে নিত্যানংদ মোরে কোরি’ দোযা’,
ছাডাইবো মোর বিষযের মাযা
দিযা মোরে নিজ-চরণের ছাযা,
নামের হাটেতে দিবে অধিকার্
কিনিবো লুটিবো হরি-নাম-রস,
নাম-রসে মতি’ হোইবো বিবশ
রসের রসিক-চরণ পরশ,
কোরিযা মোজিবো রসে অনিবার্
কবে জীবে দোযা, হোইবে উদোয,
নিজ-সুখ ভুলি’ সুদীন-হৃদোয
ভকতিবিনোদ, কোরিযা বিনোয,
শ্রী-আজ্ঞা-টহল কোরিবে প্রচার্
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু