Gurudeva (in Bengali)
গুরুদেব্!
কৃপাবিংদু দিযা, কোরো এই দাসে,
তৃণাপেখা অতি হীন
সকল সহনে, বল দিযা কোরো,
নিজ-মানে স্পৃহা-হীন
সকলে সম্মান, কোরিতে শকতি,
দেহো নাথ! জথাজথ
তবে তো গাইবো, হরি-নাম-সুখে,
অপরাধ হবে হত
কবে হেনো কৃপা, লভিযা এ জন,
কৃতার্থ হোইবে, নাথ
শক্তি-বুদ্ধি-হীন, আমি অতি দীন,
কোরো মোরে আত্ম-সাথ
জোগ্যতা-বিচারে, কিছু না হি পাই,
তোমার করুণা-সার
করুণা না হোইলে, কাংদিযা কাংদিযা
প্রাণ না রাখিবো আর
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু