Gopīnātha (in Bengali)
ভাগ-1
গোপিনাথ্, মম নিবেদন শুনো
বিষযী দুর্জন, সদা কাম-রত,
কিছু নাহি মোর গুণ
গোপীনাথ্, আমার ভরসা তুমি
তোমার চরণে, লোইনু শরণ,
তোমার কিংকোর আমি
গোপীনাথ্, কেমোনে শোধিবে মোরে
না জানি ভকতি, কর্মে জড-মতি,
পোডেছি সংসার-ঘোরে
গোপীনাথ্, সকলি তোমার মাযা
নাহি মম বল, জ্ঞান সুনির্মল,
স্বাধীন নহে এ কাযা
গোপীনাথ্, নিযত চরণে স্থান
মাগে এ পামর, কান্ডিযা কান্ডিযা,
কোরোহে করুণা দান
গোপীনাথ্, তুমি তো’ সকলি পারো
দুর্জনে তারিতে, তোমার শকতি,
কে আছে পাপীর আরো
গোপীনাথ্, তুমি কৃপা-পারাবার
জীবের কারণে, আসিযা প্রপংচে
লীলা কোইলে সুবিস্তার
গোপীনাথ্, আমি কি দোষে দোষী
অসুর সকল, পাইলো চরণ,
বিনোদ থাকিলো বোসি’
ভাগ -2
গোপীনাথ্, ঘুচাও সংসার-জ্বালা
অবিদ্যা-জাতনা, আরো নাহি সহে,
জনম-মরণ-মালা
গোপীনাথ্, আমি তো’ কামের দাস
বিষয-বাসনা, জাগিছে হৃদোযে,
ফাডিছে করম ফাস
গোপীনাথ্, কবে বা জাগিবো আমি
কাম-রূপ অরি, দূরে তেযাগিবো,
হৃদোযে স্ফুরিবে তুমি
গোপীনাথ্ আমি তো’ তোমার জন
তোমারে, ছাডিযা, সংসার ভজিনু,
ভুলিযা আপন-ধন
গোপীনাথ্, তুমি তো’ সকলি জানো
আপনার জনে, দণ্ডিযা এখনো
শ্রী-চরণে, দেহো স্থানো
গোপীনাথ্, এই কি, বিচার তব
বিমুখ দেখিযা, ছাডো নিজ-জনে,
ন কোরো’করুণা-লব
গোপীনাথ্, আমি তো’ মূরখ অতি
কিসে ভালো হোয, কভু না বুঝিনু,
তাই হেনো মম গতি
গোপীনাথ্, তুমি তো’ পণ্ডিত-বর
মূঢের মংগল, তুমি অন্বেষিবে
এ দাসে না ভাবো’পর
ভাগ -3
গোপীনাথ্, আমার উপায নাই
তুমি কৃপা কোরি’, আমারে লোইলে,
সংসারে উদ্দার পাই
গোপীনাথ্, পোডেছি মাযার ফেরে
ধন, দার, সুত, ঘিরেছে আমারে,
কামেতে রেখেছে জেরে
গোপীনাথ্, মন জে পাগল মোর
না মানে শাসন, সদা অচেতন,
বিষযে রো’যেছে ঘোর
গোপীনাথ্, হার জে মেনেছি আমি
অনেক জনত, হোইলো বিফল,
এখনো ভরসা তুমি
গোপীনাথ্, কেমোনে হোইবে গতি
প্রবল ইংদ্রিয বোশী-ভূত মন,
না ছাডে বিষয-রতি
গোপীনাথ্, হৃদোযে বোসিযা মোর
মনকে শমিযা, লহো নিজ পানে,
ঘুচিবে বিপদ ঘোর
গোপীনাথ্, অনাথ দেখিযা মোরে
তুমি, হৃষিকেশ, হৃষীক দমিযা,
তারো’হে সংসৃতি-ঘোরে
গোপীনাথ্, গলায লেগেছে ফাস
কৃপা-আসি ধোরি’, বংধন ছেদিযা,
বিনোদে কোরোহো দাস
ধ্বনি
- ভাগ -1 – শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু