Aruṇodaya-kīrtana Part II-Jīv jāgo (in Bengali)
জীব্ জাগো জীব্ জাগো, গৌরচাংদ বোলে
কোত নিদ্রা জাও মাযা পিশাচীর-কোলে
ভজিবো বোলিযা এসে সংসার-ভিতরে
ভুলিযা রোহিলে তুমি অবিদ্যার ভরে
তোমারে লোইতে আমি হোইনু অবতার
আমি বিনা বংধু আর কে আছে তোমার
এনেছি ঔষধি মাযা নাশিবারো লাগি
হরি-নাম মহা-মংত্র লও তুমি মাগি
ভকতি বিনোদ প্রভু-চরণে পডিযা
সেই হরিনাম মংত্র লোইলো মাগিযা
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু