Tumi Sarveśvareśvara (in Bengali)
তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেংদ্র-কুমার
তোমার ইচ্ছায বিশ্বে সৃজন সংহার
তব ইচ্ছা-মতো ব্রহ্মা কোরেন সৃজন
তব ইচ্ছা-মতো বিষ্ণু কোরেন পালন
তব ইচ্ছা মতে শিব কোরেন সংহার
তব ইচ্ছা মতে মাযা সৃজে কারাগার
তব ইচ্ছা-মতে জীবের্ জনম-মরণ
সমৃদ্ধি-নিপাত দুঃখ সুখ-সংঘটন
মিছে মাযা-বদ্ধ জীব আশা-পাশে ফিরে ‘
তব ইচ্ছা বিনা কিছু কোরিতে না পারে
তুমি তো’ রখক আর্ পালক আমার
তোমার চরণ বিনা আশা নাহি আর
নিজ-বল-চেষ্টা-প্রতি ভরসা ছাডিযা
তোমার ইচ্ছায্ আছি নির্ভর কোরিযা
ভকতিবিনোদ অতি দীন অকিংচন
তোমার ইচ্ছায্ তা ‘ র জীবন মরণ
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু