Vibhāvarī Śeṣa (in Bengali)
বিভাবরী শেষ আলোক-প্রবেশ,
নিদ্রাচাডি’ উঠো জীব
বোলো হরি হরি, মুকুংদ মুরারি,
রাম কৃষ্ণ হযগ্রীব
নৃসিংহ বামন, শ্রী মধুসূধন,
ব্রজেংদ্র নংদন শ্যাম
পূতনা-ঘাতন কৈটভ-শাতন
জয দাশরথি-রাম
যশোদা দুলাল, গোবিংদ গোপাল,
বৃংদাবন পুরংদর
গোপী-প্রিয-জন, রাধিকা-রামণ
ভুবন-সুংদর-বর
রবণাংতকর, মাখন-তস্কর,
গোপী-জন-বস্ত্র- হরী
ব্রজের রাখাল, গোপা-বৃংদ-পাল,
চিত্ত- হরী বংশী-ধারী
যোগীংদ্র-বংদন, শ্রী-নংদ-নংদন,
ব্রজ-জন-ভয-হরী
নবীন নীরদ, রূপ মনোহর,
মোহন-বংশী-বিহারী
যশোদা-নংদন, কংস নিসূদন
নিকুংজ-রাস-বিলাসী
কদংব কানন রাস পারাযণ
বৃংদ-বিপিন-নিবাসী
আনংদ-বর্ধন, প্রেম-নিকেতন,
ফুল-শর-জোজক কাম
গোপাংগনাগণ, চিত্ত- বিনোদন
সমস্ত- গুণ-গণ-ধাম
জামুন-জীবন, কেলি পারাযণ,
মানস – চংদ্র – চকোর
নাম সুধারস, গাও কৃষ্ণ জশ,
রাখো বচন মন মোর
ধ্বনি
- শ্রী রাধা কান্ত দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু