Mānasa Deha Geha (in Bengali)
মানস, দেহো, গেহো, জো কিছু মোর্
অর্পিলু তুবা পদে, নন্দ-কিশোর্
সংপুদে বিপদে, জীবনে-মরণে
দায্ মম গেলা, তুবা ও-পদ বরণে
মারোবি রাখোবি-জো ইচ্ছা তোহারা
নিত্য-দাস প্রতি তুবা অধিকারা
জন্মাওবি মোএ ইচ্ছাজদি তোর্
ভক্ত-গৃহে জনি জন্ম হউ মোর্
কীট-জন্ম হউ জথা তুবা দাস্
বহির্মুখ ব্রহ্ম-জন্মে নাহি আশ্
ভক্তি-মুক্তি-স্পৃহা বিহীন জে ভক্ত
লভইতে তাকো সংগ অনুরক্ত
জনক, জননী, দযিত, তনয্
প্রভু, গুরু, পতি-তুহূ সর্ব-মোয্
ভকতিবিনোদ কোহে শুনো কান!
রাধা-নাথ! তুহু হামার পরাণ
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু