Lālasāmayī Prārthana (in Bengali)
‘গৌরাংগ’ বোলিতে হবে পুলক – শরীর
‘হরি হরি’ বোলিতে নযনে ব’বে নীর
আর কবে নিতাই-চান্দের্ কোরুণা হোইবে
সংসার-বাসনা মোর কবে তুচ্ছ হ’বে
বিষয ছাডিযা কবে শুদ্ধ হ’বে মন
কবে হাম হেরবো শ্রী-বৃংদাবন
রূপ-রঘুনাথ-পদে হোইবে আকুতি
কবে হাম বুঝবো সে জুগল-পীরিতি
রূপ-রঘুনাথ-পদে রহু মোর আশ
প্রার্থনা কোরোযে সদা নরোত্তম-দাস
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু