Śuddha-bhakata (in Bengali)
শুদ্ধ-ভকত-চরণ-রেণু, ভজন-অনুকূল
ভকত-সেবা, পরম-সিদ্ধি, প্রেম-লতিকার মূল
মাধব-তিথি, ভক্তি-জননী, জতনে পালন কোরি
কৃষ্ণ-বসতি, বসতি বোলি’ পরম আদরে বোরি
গৌর্ আমার, জে-সব স্থানে, কোরলো ভ্রমণ রংগে
সে-সব স্থানে, হেরিবো আমি, প্রাণযি-ভকত-সংগে
মৃদংগ-বাদ্য, শুনিতে মন, অবসর সদা জাচে
গৌর-বিহিত, কীর্তন শুনি ‘ , আনংদে হৃদোয নাচে
জুগল-মূর্তি, দেখিযা মোর, পরম-আনংদ হোয,
প্রসাদ সেবা কোরিতে হোয সকল প্রপংচ জয
জে-দিন গৃহে, ভজন দেখি, গৃহেতে গোলোক ভায
চরণ-সীধু, দেখিযা গংগা , সুখ সা সীমা পায
তুলসী দেখি ‘, জুডায প্রাণ, মাধব-তোষনী জানি ‘
গৌর-প্রিয, শাক-সেবনে, জীবন সার্থক মানি
ভকতিবিনোদ কৃষ্ণ ভজনে, অনুকূল পায জাহা
প্রতি-দিবসে পরম-সুখে স্বীকার কোরোযে তাহা
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু