Sakhī-vṛnde Vijñapti (in Bengali)
রাধা-কৃষ্ণ প্রাণ মোর জুগল-কিশোর
জীবনে মরণে গতি আরো নাহি মোর
কালিংদীর কূলে কেলি-কদংবের বন
রতন-বেদীর উপর বোসাবো দু’ জন
শ্যাম-গৌরী-অংগে দিবো (চূবা) চংদনের গংধ
চামর ঢুলাবো কবে হেরি মুখ-চংদ্র
গাথিযা মালতীর্ মালা দিবো দোহার গলে
অধরে তুলিযা দিবো কর্পূর-তাংবূলে
ললিতা বিশাখ-আদি জত সখী-বৃংদ
আজ্ঞায কোরিবো সেবা চরণারবিংদ
শ্রী-কৃষ্ণ-চৈতন্য-প্রভুর্ দাসের্ অনুদাস
সেবা অভিলাষ কোরে নরোত্তম দাস
ধ্বনি
- শ্রী স্তোক কৃষ্ণ দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু