Sāvaraṇa-śrī-gaura-mahimā (in Bengali)
গৌরাংগের দুটি পদ, জার্ ধন সংপদ,
সে জানে ভকতিরসসার্
গৌরাংগের মধুরলীলা, জার্ কর্ণে প্রবেশিলা
হৃদোয নির্মল ভেলো তার্
জে গৌরাংগের নাম লোয্, তার হোয্ প্রেমোদোয্
তারে মুই জাই বোলিহারি
গৌরাংগগুণেতে ঝুরে, নিত্যলীলা তারে স্ফুরে,
সে জন ভকতি-অধিকারী
গৌরাংগের সংগিগণে, নিত্যসিদ্ধ কোরি’ মানে,
সে জায্ ব্রজেংদ্র সুতপাশ্
শ্রী গৌডমংডলভূমি, জেবা জানে চিংতামণি,
তার হোয্ ব্রজভূমে বাস্
গৌরপ্রেম রসার্ণবে, সে তরংগে জেবা ডুবে,
সে রাধামাধব-অংতরংগ
গৃহে বা বনেতে থাকে, ‘হা গৌরাংগ’ বো’লে ডাকে ‘
নরোত্তম মাগে তার সংগ
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু