Dainya O Prapatti- Hari He Doyāl Mor (in Bengali)
হরি হে দোযাল মোর জয রাধা-নাথ্
বারো বারো এই-বারো লোহো নিজ সাথ্
বহু যোনি, ভ্রমি’ নাথ! লোইনু শরণ্
নিজ-গুণে কৃপা কোরো’ অধম-তারণ্
জগত-কারণ তুমি জগত-জীবন্
তোমা ছাডা কার নহি হে রাধা-রমণ্
ভুবন-মংগল তুমি ভুবনের পতি
তুমি উপেখিলে নাথ, কি হোইবে গতি
ভাবিযা দেখিনু এই জগত- মাঝারে
তোমা বিনা কেহো নাহি এ দাসে উদ্দারে
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু