Bhajahū Re Mana (in Bengali)
ভজহুরে মন শ্রী নংদ-নংদন
অভয-চরণারবিংদ রে
দুর্লভ মানব-জনম সত্-সংগে
তরোহো এ ভব-সিংধু রে
শীত আতপ বাত বরিষণ
এ দিন জামিনী জাগি রে
বিফলে সেবিনু কৃপণ দুরজন
চপল সুখ-লব লাগি’রে
এ ধন, যৌবন, পুত্র, পরিজন
ইথে কি আছে পরতীতি রে
কমল-দল-জল, জীবন-টলমল
ভজহু হরি-পদ নীতি রে
শ্রবণ, কীর্তন, স্মরণ, বংদন
পাদ-সেবন, দাস্য রে,
পূজন, সখীজন, আত্ম-নিবেদন
গোবিংদ-দাস-অভিলাষ রে
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু