Śrī Rūpa Mañjarī Pada (in Bengali)
শ্রী-রূপ-মংজরী-পদ, সেই মোর সংপদ,
সেই মোর্ ভজন-পূজন
সেই মোর প্রাণ-ধন, সেই মোর আভরণ
সেই মোর্ জীবনের জীবন
সেই মোর রস-নিধি, সেই মোর বাংছা-সিদ্ধি,
সেই মোর্ বেদের ধরম
সেই ব্রত, সেই তপ, সেই মোর মংত্র-জপ,
সেই মোর্ ধরম-করম
অনুকূল হবে বিধি, সে-পদে হোইবে সিদ্ধি,
নিরখিবো এ দুই নযনে
সে রূপ-মাধুরী-রাশি, প্রাণ-কুবলয-শশী
প্রফুল্লিত হবে নিশি-দিনে
তবা আদর্শন-অহি, গরলে জারলো দেহি,
চিরো-দিন তাপিত জীবন
হা হা রূপ কোরো দোযা, দেহো মোরে পদ-ছাযা,
নরোত্তম লোইলো শরণ
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু