Śrī Śrī Gaura-Nityānander Dayā (in Bengali)
পরম কোরুণ, পহূ দুই জন,
নিতাই গৌরচংদ্র
সব অবতার-সার শিরোমণি,
কেবল আনংদ-কংদ
ভজো ভজো ভাই, চৈতন্য নিতাই,
সুদৃঢ বিশ্বাস কোরি’
বিষয ছাডিযা, সে রসে মজিযা,
মুখে বোলো হরি হরি
দেখো ওরে ভাই, ত্রি-ভুবনে নাই,
এমোন দোযাল দাতা,
পশু পাখী ঝুরে, পাষাণ বিদরে,
শুনি’ জান্র গুণ গাথা
সংসারে মজিযা, রোহিলি পোডিযা,
সে পদে নহিলো আশ
আপন করম, ভুঞ্জাযে শমন,
কহোযে লোচন-দাস
ধ্বনি
- শ্রী অমলাত্ম দাস এবং ভক্ত বৃন্দ- ইসকন বেঙ্গালুরু